একজন নাজমুন নাহার, একজন মানবিক পুলিশ অফিসার

 বলছিলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী ডিভিশনের শ্যামপুর জোন (শ্যামপুর -কদমতলী) এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুন নাহার এর কথা। যিনি শ্যামপুর জোনের দায়িত্ব নেয়ার পর থেকেই ক্রাইম জোন খ্যাত শ্যামপুর-কদমতলী’র চিত্র পাল্টাতে শুরু করেছে। উধাও হয়েছে থানাগুলোর অনিয়ম। যার কঠোর মনিটরিং এ জনগণের ভরসার জায়গা হয়ে উঠেছে শ্যামপুর এবং কদমতলী থানা। তার বিচক্ষণ এবং দূরদর্শী চিন্তাভাবনায় পুলিশের সাথে জনগণের সম্পর্ক হয়েছে সৌহার্দ্যপূর্ণ ।

সম্প্রতি সারাদেশ যখন করোনা ভাইরাসের আঘাতে বিপর্যস্ত, ঠিক তখনই খাবার নিয়ে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এই মানবিক পুলিশ অফিসার। শুধু দিনেই নয়, রাতেও অসহায়, ছিন্নমূল এবং ভাসমান মানুষদের খাবার পৌছে দিচ্ছেন তিনি এবং তার টিম (শ্যামপুর জোন)। পুলিশ যে মানুষের এক অকৃত্রিম বন্ধু, তা বারবার প্রমাণ হয় নাজমুন নাহার এর মত মানবিক পুলিশ অফিসার দের দ্বারা।