
গত প্রায় ৪৮ ঘণ্টা ধরে সুন্দরবনের গহীনে আগুন জ্বলছে। লোকালয় থেকে অনেক দূরে হওয়ার কারণে, বিশেষকরে আশপাশে পানির ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়রা মিলেও আগুন নেভাতে পারেননি। ইতোমধ্যে আগুন ছড়িয়ে পড়েছে কয়েক একর এলাকাজুড়ে।
গতকাল সোমবার (৩ মে) ভোরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ২৪ নং কম্পার্টমেন্টের আওতাধীন মাঝেরচর এলাকায় আগুন দেখতে পান স্থানীয়রা। আগুনের বিস্তৃতি দেখে ধারণা করা হয়, আগের দিন (২ মে) কোনো এক সময় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে গতকাল (৩ মে) দিনভর চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি তারা। আজ মঙ্গলবার সকাল থেকে আবার কাজ শুরু হয়েছে। নালা কেটে অনেকদূর পর্যন্ত পানি নিয়ে এসেছেন তারা। আশা করছেন, আজ সন্ধ্যার আগেই আগুন নেভাতে সক্ষম হবেন।
কীভাবে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, তা নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছে বনবিভাগ ও স্থানীয়রা।
বনবিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রচণ্ড তাপদাহের কারণে মাটিতে পড়ে থাকা গাছের শুকনো পাতা গরম হয়ে প্রাকৃতিকভাবেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে স্থানীয়রা বলছেন, মধু সংগ্রহ করতে গিয়ে কেউ হয়তো অসাবধানতাবশত আগুন লাগিয়ে দিয়েছে।