পদ্মায় বাল্কহেড ও স্পিডবোটের মধ্যে সংঘর্ষের ২৬ মৃতদেহ

মাদারীপুরের শিবচরে বাল্কহেড ও স্পিডবোটের মধ্যে সংঘর্ষের ঘটনায় উদ্ধার করা ২৬ মৃতদেহ সারি সারি করে রাখা হয়েছে পদ্মার পাড়ে। অপেক্ষা করা হচ্ছে স্বজনদের জন্য, তারা পৌঁছালেই আনুষ্ঠানিকভাবে মরদেহগুলো হস্তান্তর করা হবে।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩ কার্যদিবসের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন।জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, আপাতত প্রত্যেক মৃতের স্বজনের হাতে ২০ হাজার টাকা করে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই অর্থ দিয়ে তারা ‘মৃতদেহ নেওয়া ও দাফন খরচ’ মেটাবেন। পরবর্তীতে বড় আকারে তাদেরকে সাহায্য করার বিষয়টি আলোচনা করা হবে।

স্পিডবোটটি মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ৩০ জন যাত্রী নিয়ে বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিল। পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছে আসার পর বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে উল্টে যায় স্পিডবোটটি। উদ্ধার করা ২৬ মরদেহের মধ্যে তিনজন শিশু ও এক নারী রয়েছেন।