বাংলা একাডেমির মহাপরিচালকের শারীরিক অবস্থার অবনতি

বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী সংকটাপন্ন অবস্থায় রাজধানী ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অবস্থা গুরুতর হওয়ায় আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত।

হাবিবুল্লাহ সিরাজীর চিকিৎসায় ইতোমধ্যেই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড জানিয়েছে, তার অবস্থা সংকটাপন্ন। রোগীকে তারা প্রতি মুহূর্তেই পর্যবেক্ষণে রাখছেন।

কবি তারিক সুজাত জানান, হাবিবুল্লাহ সিরাজী আগে থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। এছাড়া গত ফেব্রুয়ারিতে তার হার্টে রিং পরানো হয়েছে। তার পর থেকেই ভীষণ দূর্বল হয়ে পড়েন তিনি। দূর্বল শরীর নিয়েই সদ্য সমাপ্ত বইমেলার সকল ঝামেলা সামলেছেন।