করোনায় গায়ক ও গীতিকার জন প্রাইনের মৃত্যু

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন মার্কিন কিংবদন্তি গায়ক ও গীতিকার জন প্রাইন। গতকাল মঙ্গলবার ৭৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মার্কিন সংস্কৃতিজগতে। খবর ফ্রান্স ২৪।

জন প্রাইনের পরিবার জানায়, গত ২৯ মার্চ তার করোনা ধরা পড়ে। হাসপাতালে ছিলেন বেশ কয়েকদিন ধরে এবং তার অবস্থা সঙ্কটময় ছিল।

হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিবার এক টুইটে জানায়, করোনাভাইরাসের সংক্রমণে তার অবস্থা আশঙ্কাজনক। সবাই তার জন্য দোয়া করবেন।

এর আগে ২০ মার্চ জন প্রাইনের স্ত্রী ফিওনা করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন। তার ছয় দিন পরই হাসপাতালে তাকে ভর্তি করানো হয়।

জীবদ্দশায় এই কিংবদন্তি গায়ক ও গীতিকার শ্রমিক শ্রেণির হয়ে অসংখ্য গান গেয়েছেন। তাদের জীবনের সুখ-দুঃখ সব তিনি গানে ফুটিয়ে তুলেছেন।

বিশ্ববন্দিত গায়ক বব ডিলানের স্নেহভাজন ছিলেন তিনি। জন প্রাইন যে তার অন্যতম প্রিয় গীতিকার ছিলেন, তা একাধিকবার উল্লেখও করেছেন ডিলান।

জন প্রাইন ১৯৪৬ সালের ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের মেউডে জন্মগ্রহণ করেন। ছোট থেকেই গানের প্রতি ঝোঁক ছিল তার। ষাটের দশকের শেষদিকে শিকাগোয় একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে কান্ট্রি স্টার ক্রিস ক্রিস্টফারসন তার প্রতিভাকে আবিষ্কার করেন। তারপর থেকে পেছন ফিরে তাকাতে হয়নি প্রাইনকে।