
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে শনিবার (২৮ মার্চ) থেকে এক মাস নগরীর নিম্ন আয়ের ৫০ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকায় জীবাণুনাশক পানি ছিটানো কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।
তিনি আরও জানান, ঢাকা দক্ষিণের প্রতিটি এলাকায় প্রতিদিন ছিটানো হবে ৩ লাখ লিটার উচ্চমাত্রার জীবাণুনাশক পানি।
এদিকে দুই চিকিৎসকসহ দেশে আরও ৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮ জনে। মৃত্যুর সংখ্যা না বাড়লেও সকালে অনলাইনে নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআরের মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, সেবা দেয়া ছাড়াও কমিউনিটি থেকে আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা। দেশে সীমিত আকারে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে বলে আজ আবারও জানান তিনি।
দেশে এ ভাইরাসে এখন পর্যন্ত ৫ জন মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। আর, আক্রান্ত ৪৮ জনের অবস্থা স্বাভাবিক বলে জানিয়েছে আইইডিসিআর।