স্বাস্থ্যখাতকে কখনই যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি -স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের স্বাস্থ্যখাতকে কখনই যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। আমাদের সেই অবহেলার ফল পাচ্ছি এখন। করোনা মোকাবেলায় আমাদের যতটুকু অসহায়ত্ব দৃশ্যমান হয়েছে তার পেছনে এই খাতের প্রতি দীর্ঘদিনের অবহেলার দায় অনেকখানি।

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিল্টন হলে এক আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। বিএসএমএমইউর ২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাটির আয়োজন করা হয়।

জাহিদ মালেক বলেন, আমাদের বাজেটে স্বাস্থ্যখাতের জন্য রাখা হয় ০ দশমিক ৯ শতাংশ বরাদ্দ। এটাকে ৯-১০ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি আমরা। প্রধানমন্ত্রীও এ বিষয়ে খুবই আন্তরিক। এই খাতকে শক্তিশালী না করতে পারলে এতসব উন্নয়ন করে কোনো লাভ নেই।

মন্ত্রী বলেন, কী কারণে আমরা দ্বিতীয় ঢেউয়ে ভুগছি তা চিহ্নিত করা জরুরি হয়ে পড়েছে। তবে মোটাদাগে বলতে পারি, স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার কারণেই এমনটা হয়েছে। সুতরাং, তৃতীয় ঢেউ আসবে কীনা, সেটাও আমাদের ওপরই নির্ভর করছে।

তিনি বলেন, আমরা যদি সচেতন হই, সরকারের কঠোর লকডাউনের নিয়মকানুন সম্পূর্ণরূপে মেনে চলি তাহলে সেটা আসবে না। আর এর অন্যথা হলে আমাদেরকে আরও গভীর সঙ্কটে নিপতিত হতে হবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, তৃতীয় ঢেউ হবে চলমান সংক্রমণের চেয়ে বেশি শক্তিশালী।