মিয়ানমারে সামরিক বিমান ধ্বংসে নিহত ১২

সামরিক অভ্যুত্থানকে কেন্দ্র করে গোলযোগপূর্ণ মিয়ানমারে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ১২ জন নিহত এবং পাইলটসহ দুই জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালার কাছে এই দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স শহরটির দমকল বাহিনীর সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টের বরাত দিয়ে এ খবর দিয়েছে। ওই পোস্টে জানানো হয়, হতাহতরা সবাই ওই বিমানের আরোহী। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় আশপাশের কেউ হতাহত হয়েছে কি না- তা জানা যায়নি।

খবরে বলা হয়েছে, দুর্ঘটনার সময় সামরিক বিমানটি রাজধানী নেইপিদো থেকে দেশটির লুইন শহরের দিকে যাচ্ছিল। সেখানে মঠে (বৌদ্ধদের উপাসনা কেন্দ্র) আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ওই আরোহীদের। কিন্তু বিমানটি অবতরণের আগেই বিধ্বস্ত হয়। ওই সময় বিমানটিতে ৬ সেনাসদস্য এবং বেশ কয়েকজন সন্ন্যাসী (বৌদ্ধ ভিক্ষু) ছিলেন। এর মধ্যে পাইলট ও এক যাত্রী সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন। তাদের স্থানীয় একটি সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা হয়নি। অবশ্য এর আগে গত মাসের শুরুর দিকে মিয়ানমারের শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) দেশটির একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার দাবি করে।

উল্লেখ্য, চলতি বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী দেশটির বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে। এর পর থেকেই দেশটি জুড়ে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভ চলছে। চলমান আন্দোলনে যোগ দিয়েছে স্বায়ত্তশাসনের দাবিতে দীর্ঘ বছর ধরে লড়াই করা বিদ্রোহী গোষ্ঠীগুলো।