
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই আগামী ১০ মে থেকে সারা দেশে মার্কেট খোলার অনুমতি দিয়েছে সরকার। এমন সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি সচেতন মানুষ। বিশেষজ্ঞরাও বলছেন, এটা আত্মঘাতী সিদ্ধান্ত। নানা মহলের সমালোচনার প্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মালিক সমিতির অনুরোধেই মার্কেট খোলার অনুমতি দেওয়া হয়েছে। সুতরাং এটা ঐচ্ছিক, কেউ চাইলে নাও খুলতে পারে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, শুনেছি দেশের বড় দুটি শপিংমল (বসুন্ধরা ও যমুনা ফিউচার পার্ক) খুলছে না। এটা একান্তই তাদের সিদ্ধান্ত, যে কেউ চাইলে এমন সিদ্ধান্ত নিতে পারে। তবে যারা খুলবে, তাদেরকে স্বাস্থ্যবিধি মেনেই খুলতে হবে।
মার্কেট খুলে দেওয়া হলেও গণপরিবহন এখনই চালু হচ্ছে না। এ কারণে সরকারের অনুমতি পাওয়ার পরও দ্বিধাগ্রস্ত অনেক মালিক। রাজধানীর নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আশরাফ বলেন, গণপরিবহন যদি না থাকে তাহলে মার্কেট খুলে কী লাভ? এ অবস্থায় মিরপুরের একজন ক্রেতা কখনোই নিউমার্কেটে আসবেন না। সেক্ষেত্রে বেচাকেনাও খুব একটা হবে না, উল্টো করোনা সংক্রমণের ভয় তো আছেই।
তিনি আরো বলেন, সরকারের অনুমতি তো পেয়েছি। কিন্তু আমরা কনফিউজড। আরো তো দুদিন সময় আছে, নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেব। ৯ তারিখ পর্যন্ত পর্যবেক্ষণ করে ওইদিনই আমাদের সিদ্ধান্ত জানানো হবে।