মার্কেট ও শপিংমল বন্ধের সময় বৃদ্ধি

করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে সারাদেশে সব বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার সময় আগামী ৪ এপ্রিল পর্যন্ত বাড়লো। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশের সব বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার, নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকান খোলা থাকবে।

এর আগে গত ২২ মার্চ সব বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার ঘোষণা দেয় দোকান মালিক সমিতি। সংগঠনটির সভাপতি মো. হেলালউদ্দিন, মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া ও সিনিয়র সহ-সভাপতি তৌফিক এহসানের যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।

সে সময় বলা হয়, করোনাভাইরাসের প্রভাবে মার্কেটগুলো ক্রেতাশূন্য হয়ে পড়েছে। তাই ২৫ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত সারাদেশের সব বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ থাকবে। তাছাড়া শ্রমিক, কর্মচারী ও মালিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে এ নিদ্ধান্ত নেয়া হয়েছে।