
বাংলাদেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টে (ধরন) প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। সম্প্রতি ভারত থেকে চিকিৎসা শেষে দুই ক্যান্সার রোগী দেশে ফেরেন। পরে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদেরই একজন করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন।
আজ সোমবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে বিভিন্ন মহলের সতর্কতার মধ্যেই সেটি বাংলাদেশে শনাক্ত হয় এবং প্রথম মৃত্যুর ঘটনাও ঘটলো।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশ ভারতে ভাইরাসটির ব্যাপক তাণ্ডব চলছে। এর মধ্যেই গত ৮ মে প্রথমবারের মতো বাংলাদেশে শনাক্ত হয় ভারতীয় ভ্যারিয়েন্ট। ভারত থেকে আসা ৬ জনের শরীরে ধরনটি শনাক্তের বিষয় নিশ্চিত করে আইইডিসিআর।
প্রসঙ্গত, ভারতের পরিস্থিতি বিশ্লেষণ করে বেশ কিছু দিন ধরেই করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সম্পর্কে সতর্ক করে আসছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছিলেন, এই ভ্যারিয়েন্ট দেশে ঢুকলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই অবস্থায় সরকারের পক্ষ থেকে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে বিশেষ ব্যবস্থায় কেউ ভারত থেকে দেশে আসলে কোয়াইরেন্টাইন নিশ্চিত করার ওপর জোর তাগিদ দেওয়া হয়।