বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে জড়িতদের শাস্তি দাবিতে মানববন্ধন

ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলনের উদ্যোগে বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় ও নিহতদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেয়ার দাবিতে দোয়া ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় কেরানীগঞ্জের পূর্ব আগানগর আলম টাওয়ারের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।এ সময় বক্তারা লঞ্চ দুর্ঘটনার জন্য বিআইডব্লিউটিসির অব্যবস্থাপনাকে দায়ী করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ঢাকা জেলার সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহাদাত হোসেন বলেন, লঞ্চডুবিতে নিহতদের ক্ষতিপূরণ বাবদ সরকার যে দেড়লক্ষ টাকা জনপ্রতি নির্ধারণ করছে তা অত্যন্ত নগণ্য।টাকা দিয়ে এ ক্ষতি পুষিয়ে দেয়া যাবেনা। অনেক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিহত হয়েছে,সে পরিবারের সদস্যদের ভবিষ্যত চিন্তা ভাবনা করে ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোঃ জহিরুল ইসলাম সহ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ঢাকা জেলার বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ঢাকা জেলার সভাপতি রিয়াজুল ইসলাম।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)