
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় আজ শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪ জন নিহত এবং ২১ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে ২০ জনের শ্বাসনালী পুড়ে গেছে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তন্ময় প্রকাশ ঘোষ।
দগ্ধদের পরিস্থিতি জানাতে গিয়ে দুপুরে সাংবাদিকদের এই তথ্য দেন চিকিৎসক তন্ময় প্রকাশ ঘোষ। তিনি বলেন, আমাদের এখানে ২১ জন চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে গুরুতর কিছু না হওয়ায় একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২০ জনের শ্বাসনালী কমবেশি পুড়ে গেছে।
অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় ৪ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। তারা হলেন- আশিকুজ্জামান, ইসরাত জাহান মুনা, সাফায়েত হোসেন ও খোরশেদ আলম। এছাড়া বাকি ১৬ জন আছেন সাধারণ বেডে।’ যোগ করেন চিকিৎসক তন্ময় প্রকাশ ঘোষ।
স্থানীয়রা জানান, ৬ তলা ভবনটির নিচতলায় ছিল রাসায়নিক গুদাম। ওপরের ৫ তলার সবগুলো ফ্ল্যাটে পরিবার বসবাস করতো। নিচতলার ওই রাসায়নিক গুদাম থেকেই সেহরির সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পরিবারগুলোর সবাই ছাদে উঠে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর পাশাপাশি তাদেরকে উদ্ধার করে।