
নওগাঁ-২ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার মরণব্যাধী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। শুক্রবার রাতে গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক। শহীদুজ্জামান সরকারই বাংলাদেশের প্রথম কোনো সংসদ সদস্য যিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
তিনি বলেন, করোনার উপসর্গ দেখা দেয়ায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। আজ রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ এসেছে।
বাংলাদেশের সংসদ সদস্যদের মধ্যে তিনিই প্রথম করোনাভাইরাসে সংক্রমিত হলেন। এমপি শহীদুজ্জামান সরকার বর্তমানে ঢাকায় তার সরকারি বাসভবনে অবস্থান করছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এমপি শহীদুজ্জামান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিরও সভাপতি।