তামাক পণ্যের বিক্রি সাময়িক বন্ধ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি

মরণঘাতী করোনাভাইরাসের মহামারির মধ্যে তামাকজাত পণ্যের বিক্রি ও বাজারজাতকরণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা চেয়েছেন বিশিষ্ট নাগরিকরা। এ বিষয়ে ১০০ জন বিশিষ্ট নাগরিকের স্বাক্ষর সংবলিত একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে স্বাক্ষর করেছেন অর্থনীতিবিদ ডক্টর কাজি খালিকুজ্জামান আহমেদ, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অবসর) আবদুল মালেক এবং জাতীয় তামাক-বিরোধী ফোরামের সদস্যরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, তামাকজাত পণ্য করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার সুযোগ বাড়িয়ে দেয়। সেইসঙ্গে ফুসফুসের বিভিন্ন রোগ আগে থেকে এটি বাঁধিয়ে রাখে।

চিঠিতে বলা হয়, তামাকজাত পণ্যের কারণে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। করোনাভাইরাসের এই মহামারিতে যা মোটেও ভালো কিছু নয়।

ভারত, দক্ষিণ আফ্রিকা এবং বতসোয়ানা ইতোমধ্যে নিজেদের দেশে ভাইরাসের সংক্রমণ থামাতে লকডাউনের পাশাপাশি তামাকজাত পণ্যের ওপরও সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর এএএমএস আরেফিন সিদ্দিকি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা করতে হলে দেখতে হবে বিশ্বের অন্যান্য দেশগুলো কী কী ব্যবস্থা নিচ্ছে। আমাদেরও সে পথেই এগোতে হবে।

চিঠিতে বলা হয়, দেশে প্রায় তিন কোটি ৭৮ লাখ মানুষ তামাকজাত পণ্য সেবন করে। চার কোটি মানুষ এদের সংপর্শে এসে দেহে ক্ষতিকর তামাকের উপস্থিতি বাড়াচ্ছে। এরা সবাই করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার উচ্চ ঝুঁকিতে আছে।