
ঢাকার কেরানীগঞ্জের কদমতলী-নবাবগঞ্জ সড়কের রামেরকান্দা এলাকায় সোমবার দুপুর ২টায় দিকে মাইক্রোবাসের চাপায় এক পথচারি নিহত হয়েছে। নিহতের নাম নুরজাহান বেগম(৫০)। নিহতের বাড়ি নবাবগঞ্জ উপজেলার আগলা চৌঘাটা এলাকায়।এই ঘটনায় ঘাতক মাইক্রোবাস সহ চালক কাজী নাসির উদ্দিন সোহাগ(৩৮)কে আটক করেছে পুলিশ।
রোহিতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ মাহমুদ আলম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান,নিহত নুরজাহান বেগম রামেরকান্দা এলাকায় রাস্তা পাড় হচ্ছিল। এসময় ঢাকা থেকে দ্রুত বেগে ছেড়ে আসা নবাবগঞ্জগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় আশেপাশের লোকজন মাইক্রোবাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়।এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিবেদক : টিটু আহম্মেদ (স্টাফরিপোর্টার)