জ্বর-কাশি নিয়ে আ.লীগ নেতার মৃত্যু

বরগুনার আমতলীতে জ্বর-কাশি নিয়ে আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের নেতার মৃত্যু হয়েছে। পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। দুটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

মারা যাওয়া ব্যক্তির নাম জি এম দেলওয়ার হোসেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেলওয়ার হোসেন বেশ কয়েক দিন অসুস্থ ছিলেন। তাঁর জ্বর ও কাশি ছিল। এ অবস্থায় আজ বেলা ১১টার দিকে নিজ বাড়িতে মারা যান। করোনাভাইরাসের উপসর্গ থাকায় মৃত্যুর খবর পেয়ে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ওই বাড়িতে যান। তাঁরা সেখানকার দুটিটি বাড়ি লকডাউন করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন, একদিন আগেই দেলওয়ার হোসেনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষার প্রতিবেদন এলে জানা যাবে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন বলেন, জেলা প্রশাসকের নির্দেশে জি এম দেলওয়ার হোসেনের বাড়িসহ দুটি বাড়ি লকডাউন করা হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত বাড়ি দুটির কেউ বাইরে বের হতে পারবেন না; বাইরের কেউ সেখানে যেতে পারবেন না।