জেনারেল ব্যাজ পরলেন নতুন সেনাপ্রধান এম শফিউদ্দিন আহমেদ

বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে। গণভবনে আজ বৃহস্পতিবার সকালে বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল নবনিযুক্ত সেনাপ্রধানকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা র‌্যাংক ব্যাজ পরানোর পর নবনিযুক্ত সেনাপ্রধানকে অভিনন্দন জানান। সেইসঙ্গে তার সফলতাও কামনা করেন। এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নতুন সেনাপ্রধান।

আজ ২৪ জুন থেকে পরবর্তী তিন বছরের জন্য সদ্য বিদায়ী জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হলেন নতুন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ১০ জুন এক প্রজ্ঞাপনে লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে তাকে সেনাপ্রধানের দায়িত্ব দেয়। সেনাপ্রধান হওয়ার আগে সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এস এম শফিউদ্দিন আহমেদ।

এদিন র ্যাঙ্ক ব্যাজ পরানোর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরীও উপস্থিত ছিলেন।