
গোপালগঞ্জে জুয়ার আসর বন্ধ করে দেয়াকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আজর ফকির নামের একজন নিহত এবং ১০ পুলিশসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন।
আজ সোমবার সকালে সদর উপজেলার বনগ্রামে এ ঘটনা ঘটে। পরে কয়েক রাউন্ড শটগানের গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, করোনার বিস্তার রোধে দেয়া সরকারি নির্দেশ অমান্য করে গত কয়েকদিন ধরে বনগ্রাম মধ্যপাড়ায় বিলের মধ্যে জুয়ার আসর বসছে। রোববার রাতে ওই জুয়ার আসর উচ্ছেদ করে পশ্চিমপাড়ার একদল যুবক।
এ সময় জুয়াড়িদের সঙ্গে পশ্চিমপাড়ার যুবকদের হাতাহাতি ও মারপিটের ঘটনা ঘটে। সেটার জের ধরে আজ সকালে মধ্যপাড়ার বাসিন্দা ও করপাড়া ইউনিয়ন চেয়ারম্যান শিকদার শাহ সুফিয়ান এলাকায় মাইকিং করে লোকজন একত্রিত করেন। এরপরই সংঘর্ষের ঘটনা ঘটে।