
কেরানীগঞ্জে গতকাল মঙ্গলবার রাতে ঘাটারচর এলাকা থেকে এক ভূয়া সেনা সদস্যকে আটক করেছে মডেল থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম সুমন মুন্সী (২৯), সে ঘাটারচরের আজহারুল ইসলামের বাড়ীর ভাড়াটিয়া। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামে।
আটকের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়, সেনাবাহিনীর ইউনিফর্ম, ভূয়া আইডি কার্ড, একজোড়া বুট ।
ঘটনার বিবরণে জানা যায়, রাকিবুল ইসলাম নামে এক যুবক তার বান্ধবীকে নিয়ে ঘাটারচরে শান্তিনগরে ঘুরতে আসে।
এসময় মো. সুমন মুন্সি সেনা সদস্য পরিচয় দিয়ে রাকিবুল ও তার বান্ধবী কে আটক করে তার বাসায় নিয়ে যায়। পরে চার হাজার টাকার বিনিময়ে মেয়েটিকে ছেড়ে দিয়ে, রাকিবুল ব্যাপক মারধর করে তাকে ছাড়ার জন্য ২০০০০ টাকা দাবি করে পরিবারের সদস্যদের রাকিবুলের মোবাইল দিয়ে ফোন করে ।
পরে পরিবারের সদস্যরা মডেল থানায় অভিযোগ করলে গতকাল রাতেই ঘাটারচরে অভিযান চালিয়ে সুমন মুন্সীকে গ্রেফতার করে ও রাকিবুলকে সেখান থেকে উদ্ধার করে।
এই ঘটনায় মো. রাকিবুল ইসলাম রাতেই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।
এ প্রসঙ্গে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত সুমন মুন্সি একজন সেনাবাহিনীর সদস্য ছিল, নৈতিক স্খলনের কারণে সে চাকুরিচ্যুত হয়। চাকরি হারানোর পর থেকে সে কখনো র্যাবের পরিচয় দিয়ে আবার কখনো সেনাবাহিনীর পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত মানুষের সাথে প্রতারনা করে আসছিল।তার বিরুদ্ধে আগেও মামলা আছে।
প্রতিবেদক : টিটু আহম্মেদ (স্টাফরিপোর্টার)