
সারাদেশে আজ করোনায় মৃত্যুর সংখ্যা ৪৫ ও আক্রান্ত ৩১৭১ জন যা এযাবৎকালের সর্বোচ্চ । তবে সুখবর হলো কেরানীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। কেরানীগঞ্জ উপজেলায় আজও শনাক্ত রোগীর সংখ্যা ০৭ জন। এনিয়ে কেরানীগঞ্জে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৯ জনে। আক্রান্তদের মধ্যে দুই জন নারী ও বাকি সবাই পুরুষ।
আজ সন্ধায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে এই প্রথম হজরতপুর ইউনিয়নে একজন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন।তার বয়স ২২ বছর। সে বর্তমানে সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন।
আগানগর ইউনিয়নের ইস্পাহানীতে একজন পুরুষ, তার বয়স ৩৫ বছর।সে গত (২৫-৫-২০২০) তারিখে আজগর আলী হাসপাতালে সেম্পল জমা দিলে আজ তাকে পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়।
শুভাড্যা ইউনিয়নের ইকুরিয়া টিলাবাড়িতে একজন নারী, তার বয়স ১৯ বছর।
তেঘরিয়া ইউনিয়নে একজন পুরুষ, তার বয়স ২৫ বছর ও কলাতিয়া ইউনিয়নে একজন পুরুষ, তার বয়স ৩২ বছর।
এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স ও একজন ওয়ার্ড বয় করোনা আক্রান্ত হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কেরানীগঞ্জ বাসীদের উদ্দেশ্যে বলেন সারাদেশে যে ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তা অত্যন্ত উদ্বেগ জনক। এ পরিস্থিতিতে কেরানীগঞ্জবাসীকে সুস্থ রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।
উপজেলা প্রশাসনের একার পক্ষে সম্ভব না এই করোনা পরিস্থিতি সামাল দেয়া যদি না সবাই যারযার অবস্থান থেকে দায়িত্ব পালন করেন। তাই তিনি আবারও সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য কেরানীগঞ্জে গত ৫ই এপ্রিল প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয় এবং ২রা জুন তা ৫০০ ঘর অতিক্রম করে। এখন পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ২১ জন, সুস্থ হয়ে উঠছেন ১৭০ ও মোট পরিক্ষা করা হয়েছে ১৭০০ জনের কাছাকাছি।
প্রতিবেদক : টিটু আহম্মেদ (স্টাফরিপোর্টার)