কেরানীগঞ্জে শুরু হচ্ছে মাস ব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচী

করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এরই অংশ হিসেবে মাননীয় বিদ্যুৎ,জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী  নসরুল হামিদ বিপু (এম পি ঢাকা-৩) ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদের ব্যক্তিগত উদ্যোগে আগামীকাল থেকে মাসব্যাপী জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি শুরু হতে যাচ্ছে।

আগামীকাল শনিবার সকাল ১০:৩০ মিনিটে কদমতলী গোল চত্বর থেকে অনুষ্ঠান কার্যক্রম উদ্বোধন হয়ে উপজেলাধীন ১২ টি ইউনিয়নে ১৮ টি স্থানে একযোগে মাস ব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচী শুরু হবে।

এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহব্বান “নিজে মাস্ক পড়ুন,নিরাপদ থাকুন এবং অন্যকে নিরাপদে রাখুন”এই ঘোষণা বাস্তবায়নে ও করোনাভাইরাস নিয়ন্ত্রণে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করার জন্য আমরা মাসব্যাপী এ কর্মসূচি পালন করছি। কেরাণীগঞ্জ মডেল ও দক্ষিণ থানা যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগকে দায়িত্ব দেওয়া হয়েছে পর্যায়ক্রমে এ কর্মসূচী সম্পন্ন করার জন্য।আমরা সবাই মাস্ক ব্যবহার করে দেশকে করোনা ভাইরাসের সংক্রমণ হাত থেকে রক্ষা করব।আমি সকলকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানাচ্ছি।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)