
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে ঢাকার কেরানীগঞ্জে গত ৪৮ ঘন্টায় আরও দুই বৃদ্ধসহ মোট ৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬৭ জনে। শুক্রবার (২৯ মে)উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২৮ মে) রাতে পাওয়া পরীক্ষার ফলাফলে নতুন করে ওই দুই বৃদ্ধের সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়েছেন।
এছাড়া এ উপজেলায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে নতুন আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টিনে রাখা হবে বলে জানান মোবারক হোসেন।
স্বাস্থ্য কর্মকর্তা জানান, এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬৭ জনে। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৫ জন ও সুস্থ হয়েছেন ৯৩ জন।