কেরানীগঞ্জে যুবতীকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ দায়ের

কেরানীগঞ্জে কলাতিয়া ইউনিয়নের তালেপুরে দিনে দুপুরে যুবতীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় যুবতী স্থানীয় বখাটে নাহিদ (২৫ ) বিরুদ্ধে গতকাল সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেন। উক্ত যুবতীর পিতা তালেপুর উচ্চ বিদ্যালয়ের দারোয়ান, তার নাম শফিকুল ইসলাম। 

অভিযোগে জানা গেছে দুপুরে ওই যুবতীর বাবা ও মা সাংসারিককাজে বাড়ির বাহিরে গেলে এসময় তাদের পাশের বাড়ির বখাটে নাহিদ  ঘরে ঢুকে ওই যুবতীকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ সময় যুবতীর ডাক-চিৎকারে আশেপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে এসে যুবতীটিকে উদ্ধার করে। কিন্তু বখাটে নাহিদ সুযোগ বুঝেই সেখান থেকে পালিয়ে যায়।

এ প্রসঙ্গে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক  যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)