
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেরানীগঞ্জে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে আজ সকাল ১১ টায় কদমতলী লায়ন শপিং মলের সামনে এক যুব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক এইচ,এম জহিরুল ইসলাম করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারের যথাযথ পরিকল্পনার গ্রহনে ব্যার্থতার প্রতিবাদ, বিনামূল্যে করোনা টেষ্ট ও চিকিৎসা সামগ্রী প্রদান সহ অর্থনৈতিক হুমকিতে পরা যুবকদের জরুরি ভিত্তিতে বেকার ভাতা ও উপযুক্ত কর্মসংস্থানের দাবি জানান।
এ সময় বিশেষ অতিথি বক্তব্যে জনাব আলহাজ্ব শাহাদাত হোসেন সরকারের তীব্র সমালোচনা করে বলেন, করোনা আক্রান্ত হয়ে বর্তমান সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আবদুল্লাহ মৃত্যু বরণ করলে সরকারি ভাবে তাকে দাফনের ব্যবস্থা করা হয়নি।তাকে দাফন করেছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের গোপালগঞ্জ জেলার সেচ্ছাসেবক টিম। সরকারের মন্ত্রী,এমপি এ অবস্থা হলে সাধারণ জনগনের কি অবস্থা তা সহজেই অনুমেয়।
ইসলামী যুব আন্দোলনের ঢাকা জেলার সভাপতি মাওলানা বিল্লাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কেরানীগঞ্জ থানার সভাপতি আলহাজ্ব মোঃ সুলতান আহমেদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ঢাকা জেলার সহ-সভাপতি হাফেজ মোঃ জয়নাল আবেদীন, ইসলামী শ্রমিক আন্দোলনের ঢাকা জেলার সভাপতিসভাপতি আলহাজ্ব শামীম খান, ইসলামী শ্রমিক আন্দোলনের ঢাকা জেলার নেতা মোঃ বাকির হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রতিবেদক : টিটু আহম্মেদ (স্টাফরিপোর্টার)