কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান

কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাসের বিপদজনক ব্যবহারের জন্য  সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

আজ বুধবার বিকেলে আগানগর ইউনিয়নের কদমতলী এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)অমিত দেবনাথ এর নেতৃত্বে ও কেরানীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

এই সময় বার্নার ব্যতীত গ্যাস সঞ্চালক পাইপটিকে সরাসরি আগুনের উৎস হিসাবে ব্যবহার এবং পানি পরিবহনের হোস- পাইপকে গ্যাসের লাইন হিসাবে ব্যবহার করার দায়ে দুইটি প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া মোল্লা বিরিয়ানি হাউজকে অবৈধ গ্যাস সংযোগের জন্য ২০ হাজার টাকা জরিমানা ও ভিআইপি বেকারী এন্ড কনফেকশনারী সিলগালা করা হয়।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ বলেন,আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেছি।অবৈধ গ্যাস সংযোগ থেকে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কেরানীগঞ্জে যেন কোন ধরনের দুর্ঘটনা না ঘটে, সেজন্য আমরা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান জোরদার করেছি। আমাদের এ অভিযান অব্যাহত ভাবে চলবে।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)