
ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসেবে মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নির্দেশনায় এবং উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে প্রায় সাড়ে নয় হাজার বন্যাক্রান্ত, দুর্যোগগ্রস্থ, দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেনর অনুকূলে এ চাল বরাদ্দ দেয়া হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী বাসের উদ্দিন এর নেতৃত্বে ইউপি মেম্বার গন ও ইউনিয়ন আওয়ামী লীগ ,যুবলীগ ,স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ কর্মীদের সহায়তায় এ চাল বিতরণ করা হয়।
এবারে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের জনগণের মাঝে তিনটি নির্ধারিত স্থান ইকুরিয়া, কালিগঞ্জ প্রাইমারি স্কুল ও চুনকুটিয়া গার্লস স্কুল কেন্দ্র থেকে নয় হাজার ৫০০ জন সেবাভোগীদের মাঝে ৯৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এসব চাল ওয়ার্ড ভিত্তিক প্রস্তুত করা তালিকা অনুযায়ী বিতরণ করা হয়।
ভিজিএফ এর চাল প্রাপ্ত খেজুরবাগ গ্রামের মোঃ জাকির হোসেন জানান, একে তো করোনা ভাইরাসের প্রভাবে আমরা অভাবগ্রস্ত। তার উপর বন্যার হানায় আমরা এখন অসহায়। আর ঈদের আগ মুহুর্তে এই চাল পেয়ে আমাদের খুব উপকার হয়েছে।
এ প্রসঙ্গে শুভাঢ্যা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার জনাব মুনতাসির মিলন জানান, আমার ওয়ার্ডে এক হাজার জন কার্ডধারীর মধ্যে জনপ্রতি ১০ কেজি করে ১০ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। আমি তালিকা প্রস্তুত করতে অসহায় ইমাম, আলেম উলামা এবং বন্যাদুর্গত , স্বামী পরিত্যাক্তা, বিধবাদুঃস্থদের অগ্রাধিকার দিয়েছি এবং এতে তারা অনেক খুশি।
প্রতিবেদক : টিটু আহম্মেদ (স্টাফরিপোর্টার)