করা নজরদারিতেও কন্টেইনার ভর্তি আমদানির পণ্য উধাও

চট্টগ্রাম বন্দরে নজরদারিতে থাকা একটি কন্টেইনার থেকে ২৬ হাজার ৩০০ কেজি ফেব্রিক্স (কাপড়) উধাও হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার কন্টেইনারটির কায়িক পরীক্ষার সময় বিষয়টি ধরা পড়ে। তথ্যটি নিশ্চিত করেছেন কাস্টম হাউসের সহকারী কমিশনার (এআইআর) নূর এ হাসনা সানজিদা অনসূয়া।

তিনি বলেন, গত ৩ ফেব্রুয়ারি কন্টেইনারটি আমদানি করে কেমস ফ্যাশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। আইজিএম অনুযায়ী এটিতে ২৬ হাজার ৩০০ কেজি ফেব্রিক্স থাকার কথা ছিল। কিন্তু সেখানে কিছুই পাওয়া যায়নি। এ ছাড়া কন্টেইনারটিতে আসল সিলের বদলে অন্য একটি সিল পাওয়া যায়। তারপরই মালমাল চুরির বিষয়টি নজরে আসে।

কাস্টম হাউসের এআইআর শাখার কর্মকর্তারা বলছেন, শুল্ক-কর পরিশোধের বিল অব এন্ট্রি ছাড়াই একটি চক্র কন্টেইনারের সিল কেটে ২৬ হাজার ৩০০ কেজি ফেব্রিক্স নিয়ে গেছে। আজ কায়িক পরীক্ষাকালে কন্টেইনারটি খালি পায় এআইআর টিম।

জানা গেছে, গত ১৯ এপ্রিল নগরীর আগ্রাবাদ এলাকার সিঅ্যান্ডএফ নামের একটি প্রতিষ্ঠানের চালান খালাসের জন্য চারটি গাড়ি বন্দরে প্রবেশ করে। এ সময় অতিরিক্ত আরো দুটি গাড়ি বন্দরে প্রবেশ করানো হয়। সেগুলো দিয়েই এসব পণ্য নিয়ে যাওয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তাই ইতোমধ্যে ওই দুটি গাড়ির একটি আটক করা হয়েছে।

এ ঘটনায় একটি আমদানিকারক প্রতিষ্ঠান ও খালাসের দায়িত্বপ্রাপ্ত সিএন্ডএফ এজেন্টের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।