ওয়ার্ড পর্যন্ত গঠন করা হবে ত্রাণ কমিটি

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে ত্রাণ বিতরণের জন্য ওয়ার্ড পর্যায় পর্যন্ত ত্রাণ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এ নির্দেশনা দেওয়ার পর থেকেই সারা দেশে জেলা ও উপজেলা আওয়ামী লীগের কাছে এ নির্দেশনা পৌঁছে দেন দলটির নেতারা। দল-মত নির্বিশেষে প্রকৃত দরিদ্রদের তালিকা তৈরি করবে এ ত্রাণ কমিটি।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। দলীয় নির্দেশনায় বলা হয়, বর্তমানে ৫০ লাখ হতদরিদ্র, দুস্থ, অসহায় ও কর্মহীন খেটে খাওয়া মানুষকে সরকারিভাবে রেশন কার্ডের আওতাভুক্ত করা হয়েছে। করোনা ভাইরাসে সৃষ্ট সংকট মোকাবিলায় আরও ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দেওয়া হবে। সমাজের হতদরিদ্র, দুস্থ, অসহায় ও কর্মহীন খেটে খাওয়া মানুষকে তালিকাভুক্ত করতে স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে দল।

বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত নেতাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন। এ সময় তিনি সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সমন্বয়ে ত্রাণ কমিটি গঠনের নির্দেশনা দেন।

ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের ত্রাণ কমিটি তৈরি করে সংশ্লিষ্ট সাংগঠনিক জেলা শাখায় জমা দিতে হবে। এই ত্রাণ কমিটি ওয়ার্ড পর্যায়ে দল-মত নির্বিশেষে প্রকৃত দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের তালিকা প্রস্তুত করবে এবং ওই তালিকা স্থানীয় প্রশাসনকে প্রদান করে সঠিক তালিকা প্রণয়নে সহায়তা করবে। এ ছাড়া স্বাস্থ্য বিধি মেনে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিতে সহযোগিতা করবে। সরকারের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের নিজস্ব অর্থায়নেও ত্রাণ কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবে।