৪ ম্যাচ নিষিদ্ধ সাকিব

আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচ চলাকালীন সময় অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে সাকিব আল হাসানের বিরুদ্ধে লেভেল থ্রি ভঙ্গের অভিযোগ এনেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। অভিযোগের ভিত্তিতে ৪ ম্যাচ নিষিদ্ধ হলেন এই অলরাউন্ডার। সাকিবের নিষিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান।

গতকাল (১১ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগ, ডিপিএলের সপ্তম রাউন্ডে আবাহনীর মুখোমুখি হয়েছিল মোহামেডান। ম্যাচের এক পর্যায়ে আম্পায়ার লেগ বিফোরের একটি আবেদনে সাড়া না দেওয়ায় লাথি দিয়ে স্টাম্প ভাঙেন সাকিব।

এর খানিক বাদে বৃষ্টির কারণে আম্পায়ার খেলা বন্ধ করায় স্টাম্প তুলে আছাড় মারেন। ঘটনা এখানেই শেষ নয়। মাঠের বাইরে গিয়ে আবাহনীর কোচ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র পরিচালক খালেদ মাহমুদ সুজনের সাথে তর্কে জড়িয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক সাকিব।