বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে থাকছে না সাকিব

সোমবার (গতকাল) অনুষ্ঠিত প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্রগ্রামকে ৪৭ রানে হারিয়ে সবার আগে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে পা রাখলো জেমকন খুলনা। এরপরও স্বস্তিতে নেই তারা। কারণ শিরোপা নির্ধারণী ম্যাচে সাকিব আল হাসানকে পাচ্ছে না দলটি। গতকাল ম্যাচের পরই টিম হোটেল ছাড়েন এই অলরাউন্ডার।

খুলনার ম্যানেজার নাফিস ইকবাল গণমাধ্যমকে জানান, গুরুতর অসুস্থ সাকিবের শ্বশুর মমতাজ উদ্দিন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন আছেন। তাই ফাইনালের আগেই ঢাকা ছাড়বেন সাবেক অধিনায়ক, ‘আমরা ফাইনাল ম্যাচে সাকিবকে পাচ্ছি না। ওর শ্বশুরের শরীর খুবই খারাপ। হাসপাতালে ভর্তি আছেন। এ জন্য সে (সাকিব) আমেরিকা চলে যাবে। গতকাল রাতেই টিম হোটেল ছেড়েছে।’

গতকাল টস হেরে আগে ব্যাট করতে নামে খুলনা। দুর্দান্ত ফিফটি হাকান ওপেনার জহুরুল ইসলাম অমি। এ ছাড়াও ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নির্ধারিত ওভার শেষে ২১০ রানের পাহাড়সম পুঁজি পায় দক্ষিণ-পশ্চিমের দলটি। জবাব দিতে নেমে মাশরাফির বোলিং তোপে পড়ে ১৬৩ রানেই অলআউট হয় চট্টগ্রাম। তাদের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন মিঠুন আলি।