
বার্ষিক উপার্জনের নিরিখে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে পিছনে ফেলে দিলেন রজার ফেডেরার। সিআর সেভেন ও এলএম টেনকে টপকে ফোর্বসের বিচারে বছরের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদদের তালিকার শীর্ষে উঠে এলেন এই সুইস টেনিস তারকা।
ফোর্বসের সদ্য প্রকাশিত তালিকা অনুযায়ী ২০২০ সালের সর্বোচ্চ উপার্জনকারী ক্রীড়াবিদ হলেন ফেদেরার। করোনা মহামারির জেরে রোনালদো-মেসিদের ক্লাব তাঁদের পারিশ্রমিককে কাটছাঁট করায় রোজগারের লড়াইয়ে পিছিয়ে পড়তে হয় এই দুই ফুটবলারকে।
গত বছর তালিকার শীর্ষে ছিলেন মেসি। এবার তিন নম্বরে নেমে গিয়েছেন তিনি। অন্যদিকে চার ধাপ উঠে এসে প্রথম টেনিস তারকা হিসেবে সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদদের তালিকায় এক নম্বর স্থান দখল করেন ফেদেরার।
জানা গেছে, ২০১৯’র ১ জুন থেকে ২০২০’র ১ জুন পর্যন্ত সময়সীমায় ক্রীড়াবিদদের মোট আয়ের হিসেব করে এই তালিকা প্রকাশ করে ফোর্বস। আয়ের মধ্যে ধরা হয়েছে পুরস্কার মূল্য, চুক্তির বোনাস, বিজ্ঞাপনী বিনিয়োগ, বিভিন্ন স্বত্ব ও উপস্থিতির জন্য প্রাপ্ত অর্থ।