দেশের কারাগারে বিদেশি ফুটবলারের মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে শুক্রবার এক বিদেশি ফুটবলারের মৃত্যু হয়েছে। মৃত ওই ফুটবলারে নাম ফ্রাঙ্ক এন তিম থাম (৪০) মাদক মামলায় তিনি চট্টগ্রাম কারাগারে আটক ছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন বলেন, বিদেশি এ খেলোয়াড় ৪ মাস ধরে চট্টগ্রাম কারাগারে বন্দী ছিলেন। তিনি ২৯ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়। তার জ্বর ও কাশি ছিল। তার মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা সেফটিক শকের কথা জানিয়েছেন।

সিএমপির বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, ‘চলতি বছরের ৪ জানুয়ারি নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে ইয়াবাসহ ফ্রাঙ্ক ও রিচার্ড নামে দু’জন ঘানার ফুটবল খেলোয়াড়কে গ্রেফতার করা হয়। তারা বাংলাদেশের বিভিন্ন ক্লাবে ফুটবল খেলেন। পরে মাদক মামলায় তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

শুক্রবার সকালে অসুস্থ অবস্থায় ফ্রাঙ্ক মারা যান বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।’