শিক্ষিকাকে বিয়ে করলেন ইয়ুজবেন্দ্র চাহাল

নিজের শিক্ষিকাকে বিয়ে করে সবাইকে চমকে দিয়েছেন ইয়ুজবেন্দ্র চাহাল। জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন ধনশ্রী বর্মাকে। গতকাল (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি পোস্ট করেন ভারতের এই লেগ স্পিনার। ধনশ্রী পেশায় একজন ইউটিউবার, কোরিওগ্রাফার, ডক্টর।

চাহালকে নাচ শেখাতেন ধনশ্রী। সেখান থেকে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা শুরু হয়। যেটা শেষ পর্যন্ত বিয়েতে গড়ালো। টুইটারে এই স্পিনার লেখেন, ‘কোনো একদিন শুরু হওয়া কাহিনি এবার সুখী দাম্পত্য জীবনে রূপ নিল। এখন থেকে অনন্ত কালের জন্য এক সাথে পথ চলা শুরু।’

এর মাস কয়েক আগে নিজেদের সম্পর্কের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন চাহাল। সেই প্রেক্ষিতে ধনশ্রী বলেন, ‘ছাত্র-শিক্ষিকার সম্পর্ক আমাদের মধ্যে। গত এপ্রিলের ঘটনা। ইউটিউবে আমার নাচের ভিডিও দেখে চাহাল যোগাযোগ করে। সে আমাকে জানায় লকডাউনে বেশ কিছু নতুন জিনিস শিখবে। তার মধ্যে নাচও ছিল। তারপর ওর ক্লাস নেওয়া শুরু করি। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে।’