বাদ পড়তে পারেন সাকিব আল হাসান

দুই বছর বিরতির পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচে একাদশেও রেখেছে। তবে কলকাতার প্রত্যাশা মেটাতে পারেননি এই অলরাউন্ডার।

সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের পারফরম্যান্স কাঁটাছেড়া করার পর বলা চলে বারো আনাই ব্যর্থ সাকিব। প্রথম তিন ম্যাচে ৩৮ রানের পাশাপাশি নিয়েছেন মাত্র দুই উইকেট। যেটা তার নামের পাশে বড্ড বেমানান।

কলকাতা দলে সাকিবের অন্যতম প্রতিদ্বন্ধী সুনিল নারিন। তবে প্রথম তিন ম্যাচে বাংলাদেশের সাবেক অধিনায়ক সুযোগ পেয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় হতাশ কলকাতার কোচ ব্রেন্ডন ম্যাককালাম। ইঙ্গিত দিলেন আগামী ম্যাচে সাকিবকে বসিয়ে রাখার।

ম্যাককালাম বলেন, ‘আমাদের ব্যাটিংয়ে একটু বেশি হলেও সাহায্য করতে পারবে, এই আশায় ব্যাঙ্গালোরের বিপক্ষে সাকিবকে খেলানো হয়। তবে তিন ম্যাচ শেষে প্রত্যাশিত ফল পাইনি। মুম্বাইয়ের পিচে দলে নতুন ক্রিকেটারদের দেখা যাবে।’

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক জানালেন, ব্যাঙ্গালুরুর বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশ থেকেই সাকিবকে বাদ দিতে চেয়েছিলেন তারা। তবে নারিন শতভাগ ফিট না থাকায় তা সম্ভব হয়নি, ‘নারিনের ইঞ্জুরি আছে। তাই ম্যাচ খেলার জন্য শতভাগ ফিট নয়। ব্যাঙ্গালোরের বিপক্ষে ম্যাচেই ওর খেলার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সাকিবকেই খেলানো হয়।’

সাকিবের অফফর্মের মতো কলকাতার অবস্থাও ভালো নয়। তিন ম্যাচের দুইটিতেই হেরেছে তারা। এমন অবস্থায় আগামী বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে ইয়ন মরগানের দল।