বাকি অংশে অনিশ্চিত সাকিব-মোস্তাফিজ

করোনাকে পাশ কাটিয়ে গত ৯ এপ্রিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের ১৪তম আসর শুরু করে বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল অব ইন্ডিয়া (বিসিসিআই)। তবে বেশ কয়েকজন খেলোয়াড় এবং স্টাফ মরণঘাতী ভাইরাসে আক্রান্ত হলে কোটি টাকার আসর স্থাগিত করে দেয় বিসিসিআই।

আইপিএলের বাকি অংশ আবার কবে মাঠে গড়াবে তার কোনো নিশ্চয়তা নেই। তবে সৌরভ গাঙ্গুলির ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী সেপ্টেম্বরে তা আয়োজনের পরিকল্পনা করছে।

আগামী সেপ্টেম্বরে আইপিএলের বাকি অংশ মাঠে গড়ালে জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে খেলতে পারবে না ইংল্যান্ডের ক্রিকেটাররা। গতকাল এমনটাই জানিয়েছেন ইংল্যান্ডের ডিরেক্টর অব ক্রিকেট অ্যাশলি জাইলস।

একই কারণে আইপিএলের বাকি অংশে সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানের খেলা নিয়েও অনিশ্চয়তা আছে। কারণ ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করার কথা ইংল্যান্ড জাতীয় দলের। শেষ পর্যন্ত ইংলিশরা আসলে দুনিয়াসেরা টি-টোয়েন্টি টুর্নামেন্টে এবার আর খেলতে পারবেন না টাইগারদের অন্যতম সেরা দুই তারকা।

গণমাধ্যমকে জাইলস বলেন, ‘জাতীয় দলের সূচিতে তারকা ক্রিকেটারদের জড়িত রাখার পরিকল্পনা করছি। আমরা সম্পূর্ণ একটা ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) শিডিউল হাতে পেয়েছি। এখন যদি আগামী সেপ্টেম্বর এবং অক্টোবরে এই সফরগুলো যথা সময়ে হয়ে যায় তবে আমি সেখানে খেলোয়াড়দের উপস্থিতি আশা করব।’

‘এই মুহূর্তে কেউ বলতে পারবে না আইপিএলের ভবিষ্যৎ কী বা এটি কখন হতে পারে। তবে আমরা যখন এই গ্রীষ্মে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা শুরু করবো, তখন থেকেই ঠাসা সূচিতে ব্যস্ত হয়ে পড়বো। টি-টোয়েন্টি বিশ্বকাপ, অ্যাশেজসহ সামনে অনেক গুরুত্বপূর্ণ এবং হাই-প্রোফাইল ক্রিকেট আছে। এজন্য আমাদের খেলোয়াড়দের বিশেষভাবে দেখাশোনা করতে হবে।’ যোগ করেন জাইলস।