বাংলাদেশ দলের নতুন স্পন্সর !

বাংলাদেশ দলের নতুন স্পন্সর হিসেবে দারাজের সাথে চুক্তিবদ্ধ হলো ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত পুরুষ দল, নারী দল এবং অনূর্ধ্ব ১৯ দলের স্পন্সর হিসেবে থাকবে ই-কমার্স ওয়েবসাইটটি। বিসিবি থেকে আজ (৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইউনিলিভারের সাথে চুক্তি শেষ হওয়ার পর গত বছরের শুরুতে সিরিজ বাই সিরিজ স্পন্সর নেয়ার পরিকল্পনা করে বিসিবি। এর অংশ হিসেবে মাঝের সময়টাতে বাংলাদেশ দলের স্পন্সর হয়েছে বেক্সিমকো, আকাশ, ইভ্যালির মতো প্রতিষ্ঠান। এবার সে তালিকায় যুক্ত হলো দারাজের নাম।

বিসিবির স্পন্সর হতে পেরে গর্বিত দারাজ। নিজেদের ফেসবুক পেইজে তারা লিখেছে, ‘অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি, আগামী ৩১ মাসের জন্য জাতীয় দলের স্পন্সর হিসেবে থাকবে দারাজ। আমরাই প্রথম ই-কমার্স সাইট যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে দীর্ঘ সময়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। বিষয়টি দারাজের জন্য অবশ্যই অনেক গর্বের।’

বিসিবির স্পন্সর হওয়ায় দারাজকে ধন্যবাদ জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। সেই সাথে ভবিষ্যতেও দারাজ তাদের সাথে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবি নির্বাহী।

গণমাধ্যমকে সুজন বলেন, ‘বাংলাদশ ক্রিকেট বোর্ডের সাথে থাকার জন্য দারাজকে বোর্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করবো দারাজের সম্পৃক্ততা ভবিষ্যতেও থাকবে। তাদের এই সম্পৃক্ততা বাংলাদেশ দলকে ভালো করতে উদ্বুদ্ধ করবে।’