
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ আইপিএল জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)১০।
র্যাব মিডিয়া সেল থেকে জানানো হয়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় আনতে র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ কেসিনোর (জুয়াড়ি) বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় (১৩ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল কেরানীগঞ্জ মডেল থানাধীন বন্ধ সাটগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে টেলিভিশনে সম্প্রচারিত আইপিএল খেলা চলাকালীন টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় মোঃ মানিক (৪২),মোঃ রুবেল (২০),মোঃ নূর জামাল (৩০),রায়হান (২৪),মোঃ সোহাগ (২৮),মোঃ সুমন (২৮),মনির হোসেন (২৭), মোঃ সোহাগ (২৩),মোঃ মাছুম (৩৩), মোঃ আলামিন (২৫),মোঃ আবুল কালাম (২৮),মানিক (২৫),মোঃ নূর আলম (৫৪), মোঃ মারুফ (২৪),সেলিম (২২),মোঃ ভুলু (২৮), মোঃ শাহ আলম (৩০), মোঃ আকরাম (২৩), মোঃ জসীম (৩২), মোঃ খোরশেদ আলম (২৯),মোঃ আরিফ (৩০),মোঃ শাওন (২৫), মোঃ শরীফ (৪০), আয়াত আমিন (২৩) ও সোহেল (২৭) নামের ২৫ জন আইপিএল জুয়াড়িকে গ্রেফতার করে।এসময় তাদের নিকট থেকে ০১টি টেলিভিশন, ০১টি রিমোট কন্ট্রোল, ০১টি টিনের কৌটা, ২১ টি মোবাইল ফোন ও নগদ- ২০,৮৮০/- (বিশ হাজার আটশত আশি) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার অনলাইন জুয়াড়ি। তারা বেশ কিছুদিন যাবৎ একে অন্যের সাথে টেলিভিশনে সম্প্রচারিত হওয়া আই পি এল খেলার প্রতি বল ও ওভার প্রতি টাকা দিয়ে জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে এবং জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছ।
প্রতিবেদক : টিটু আহম্মেদ (স্টাফরিপোর্টার)