
অনিবন্ধিত কয়েক হাজার ইন্দোনেশীয় শ্রমিককে নিজ দেশে ফেরত পাঠাতে যাচ্ছে মালয়েশিয়ার সরকার। করোনা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করার প্রেক্ষিতে এই পদক্ষেপ নিচ্ছে দেশটি।ডয়চে ভেলে জানায়, প্রথম ধাপে ৭ হাজার ২০০ জন ইন্দোনেশীয় অভিবাসীকে ফেরত পাঠাবে মালয়েশিয়া। এ ক্ষেত্রে বিভিন্ন ক্যাম্পে থাকা নারী-শিশুদের অগ্রাধিকার দেয়া হবে।
রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির মানব উন্নয়ন মন্ত্রণালয়ের ফেমি একা কার্তিকা পুত্রি। তবে এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য জানাতে রাজি হয়নি সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।মালয়েশিয়ার কৃষি, নির্মাণ ও শিল্প খাতে কাজ করে থাকেন কয়েক লাখ অনিবন্ধিত বিদেশি শ্রমিক। তাদের মধ্যে ইন্দোনেশিয়া ছাড়া মিয়ানমার, নেপাল ও বাংলাদেশেরও রয়েছে।মহামারিকালে এসব দেশের হাজার হাজার শ্রমিক গ্রেপ্তার করে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে তাদের সামাজিক সহায়তাসহ অন্যান্য সেবার ব্যাপারে কোনো ব্যবস্থা না নেয়ার অভিযোগ রয়েছে।