ভারতে সংক্রমণের হার কমলেও বেড়েছে মৃত্যু

করোনা পরিস্থিতি নিয়ে টালমাটাল ভারত। তবে ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে সংক্রমণের হার কমেছে। কিন্তু একই সময়ে বেড়েছে মৃত্যু। আজ মঙ্গলবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ সংক্রান্ত ২৪ ঘণ্টার এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।

এতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে আরো ৩ হাজার ৮৭৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ৩ লাখ ২৯ হাজার ৯৪২ জনকে।

ভারতে এর আগের ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৫৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল। আর শনাক্ত হয়েছিল ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জনের। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে ভারতে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ৪৯ হাজার ৯৯২ জন। আর মোট শনাক্ত হলো ২ কোটি ২৯ লাখ ৯২ হাজার ৫১৭ জন।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ লাখ ৫৬ হাজার ৮২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলো ১ কোটি ৯২ লাখ ২৭ হাজার ৩০৪ জন। ফলে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লাখ ১৫ হাজার ২২১ জন।