করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে কারফিউ দিচ্ছে ফ্রান্স

প্রাণঘাতী করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে হিমশিম খাওয়া ফ্রান্স নতুন করে রাত্রিকালীন কারফিউ জারি করছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রাত ৮টা থেকে সকাল ৬টা এ কড়াকড়ি চলবে।

বিবিসির খবরে বলা হয়, এ বিধিনিষেধ ইংরেজি নতুন বছরের প্রথম দিন (থার্টি ফাস্ট রাইট) উদ‌যাপনের ক্ষেত্রেও জারি থাকবে। ওই রাতে গণজমায়েত নিষিদ্ধ থাকছে। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে দেশটির রেস্তোরাঁ ও পানশালাগুলো।

পরিকল্পনা অনুযায়ী, ১৫ ডিসেম্বর থেকে লকডাউন তুলে নেয়া হচ্ছে। তবে সাংস্কৃতিক কেন্দ্রগুলো এখনই খুলছে না। মঙ্গলবার খোলার কথা থাকলেও আরো তিন সপ্তাহ বন্ধ রাখা হচ্ছে।

এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী জিন ক্যাসেক্স বলেন, সংক্রমণের হার দ্রুত নিয়ন্ত্রণে অক্টোবর থেকে লকডাউন দেওয়া হয়। তবে পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি, সংক্রমণ কমছে না।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, করোনা শনাক্তের হার প্রতিদিন গড়ে ৫ হাজারে নামলে বিধিনিষেধ শিথিল করা হবে। কিন্তু এই সংখ্যাটি ১০ হাজারের নিচে নামছেই না।

গতকাল বৃহস্পতিবারও ১৩ হাজার ৭৫০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে জানিয়ে ক্যাসেক্স বলেন, করোনার দ্বিতীয় ঢেউ শেষ হওয়ার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। তাই বিধিনিষেধও শিথিল করা যাচ্ছে না। আগামী কয়েক সপ্তাহ সতর্ক থাকতে হবে।