ঘূর্ণিঝড়ে দেশে প্রাথমিক ক্ষতি ১১০০ কোটি টাকা

দেশে ঘূর্ণিঝড় ‘আম্পানে’র তাণ্ডবে প্রাথমিকভাবে ১ হাজার ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতির বিষয়ে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার বিভাগ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয় থেকে পাওয়া হিসেব অনুযায়ী ঘূণিঝড় ‘আম্পানে’র প্রভাবে দেশে প্রাথমিকভাবে ১ হাজার ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোথায় কী পরিমাণ ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানায়নি বিভাগ ও মন্ত্রণালয়গুলো।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে হিসেব পাওয়া গেলেও এখনো পুরো ক্ষয়ক্ষতির তথ্য পেতে কিছুদিন সময় লাগবে।

উল্লেখ্য, গতকাল বুধবার দুপুরের পর সুন্দরবন সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘আম্পান’। সন্ধ্যা থেকে সারারাত দেশের দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাণ্ডব চালায় এটি। পরে সকালে শক্তি হারিয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয় ঘূর্ণিঝড়টি। এতে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।