আকাশ পথে ভারতের সঙ্গে যোগাযোগ শুরু হচ্ছে এ মাসে

দেশ কন্ঠস্বর ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণের কারণে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। প্রতিবেশী দেশ ভারতে বাংলাদেশের নাগরিকেরা সবচেয়ে বেশি যাতায়াত করে থাকে। ভারতের সঙ্গে অন্য দেশের মতো যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। আবার আকাশ পথে যোগাযোগ শুরু হচ্ছে ভারতের সঙ্গে। মার্চ মাসে আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এয়ার বাবল নামের বিশেষায়িত কর্মসূচির মাধ্যমে এ মাসেই দুই প্রতিবেশীর মধ্যে আকাশপথে যাত্রী পরিবহন আবার শুরু হতে যাচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ তথ্য জানান।

এয়ার বাবলের আওতায় দুই দেশের মধ্যে যাত্রী পরিবহন শুরুর বিষয়ে জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, ‘এয়ার বাবল চালুর জন্য আমরা চূড়ান্ত সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছে গেছি। আমাদের কিছু অনুরোধে ভারত ইতিবাচক সাড়া দিয়েছে। বেসামরিক বিমান চলাচলসহ অন্যান্য কর্তৃপক্ষের কাজ হলো এটিকে চূড়ান্ত করা। এখন একজন রোগীর সঙ্গে একজন অ্যাটেনডেন্ট যেতে পারেন। একজন রোগীর সঙ্গে যেন দুজন অ্যাটেনডেন্ট যেতে পারেন, সেই অনুরোধ জানিয়েছিলাম। তারা এখন তিনজনের বিষয়ে রাজি হয়েছে। আমার মনে হয় এই মাসেই এটা হয়ে যাবে।’